News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩১, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৭, ১৭ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের পর অস্বীকার, দেশব্যাপী ছাত্রদলসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।

সোমবার সকালে শহরের আইএইচ টি ভবনের সামনে থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন ও যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একই স্থানে তারা সমাবেশ করে। যুবনেতা লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপিত প্রভাষক কামাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা নাসের হাসান, সোহাগ, মোস্তাক আহম্মেদ, সোহেল, মোজাম্মেল প্রমুখ। আরিফুল ইসলাম আনন তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে ২০দলীয় জোটের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা, গুম, আপহরণসহ এমন কোনো ঘৃণিত কাজ নেই যা এই অবৈধ সরকার করছে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, সমঝতার পথ এখনও খোলা আছে। সমঝতার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন।

নিউজবাংলাদেশ.কম/এজে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়