News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৪, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২০

আমানুল্লাহ ভবনে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি

আমানুল্লাহ ভবনে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি

ঢাকা: রাজধানীর মাতিঝিলের ৬৩ দিলকুশা আমানুল্লাহ ভবনের অগ্নিকাণ্ডের কারণ ও আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সময় লাগার কারণ তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক নুরুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

রোববার সন্ধ্যায় তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের  ইন্সপেক্টর শাহজাদী সুলতানা।

তিনি বলেন, “ওই ভবনে আগুন লাগার কারণ ও আগুন নেভাতে এতো সময় কেনো প্রয়োজন হলো এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

শনিবার বিকেল ৩টা ২২ মিনিটে ৬৩ দিলকুশার সাত তলাবিশিষ্ট আমানউল্লাহ ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নটি ইউনিট একযোগে কাজ করে ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়