বাল্য বিয়ের খেসারত
বরযাত্রীর খাবার এতিমদের বিতরণ
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিয়ে দেবার অপরাধে ছেলে ও মেয়ের পরিবারকে জরিমানাসহ বরযাত্রীর জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা বাল্য বিয়ে দেবার অপরাধে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা প্রদান করেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, “রোববার দুপুরে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আগমুন্দিয়া গ্রামের দীন মোহাম্মদ আলীর ৯ম শ্রেণি পড়ুয়া মেয়েকে একই উপজেলার মহেশ্বরচান্দা গ্রামের এক ছেলের সাথে বিয়ে দেয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে যান। সেখানে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পিতা দীন মোহাম্মদ ও ছেলের চাচাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় তিনি বরযাত্রীর জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানার এতিমদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন।”
উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, “বিয়ের জন্য উপযুক্ত বয়স না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উভয় পরিবারের অভিভাবকদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে এলাকায় বিষয়টি দৃষ্টান্ত স্থাপনের জন্য রান্না করা খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয় ”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম