News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:২২, ১৮ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ের তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি

পঞ্চগড়ের তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় এ  তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১১ থেকে ১২ কিলোমিটার
 
বিষয়টি নিশ্চিত তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

তিনি  বলেন, গত টানা ৩ দিন পঞ্চগড়ে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে শুক্রবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সকাল ৯টায় পঞ্চগড়ে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়