News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ডিআরইউ ও প্রেসক্লাবে সাইফুল ইসলামের জানাজা

ডিআরইউ ও প্রেসক্লাবে সাইফুল ইসলামের জানাজা

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১১টায়। সেখানে ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক কেরামতউল্লাহ বিপ্লব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ এতে অংশ নেন।

জানাজার আগে স্মৃতিচারণ করে ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী বলেন, ‘তিনি (সাইফুল ইসলাম) ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের একজন একনিষ্ঠ কর্মী। আদর্শের ক্ষেত্রে একবিন্দুও ছাড় দিতেন না তিনি।’

ডিআরইউর আরেক সাবেক সভাপতি মাজফুজুর রহমান বলেন, ‘তিনি আজীবন সাংবাদিকতার কল্যাণে কাজ করে গেছেন। আমরা তার মৃত্যুতে শোকাহত। সবসময় তার পরিবারের পাশে থাকবো আমরা।’

ডিআরইউতে জানাজা শেষে মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সতীর্থ ও শুভাকাঙ্খী সাংবাদিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় দেন। পরে মরদেহ নিয়ে চাঁদপুরের পথে রওনা দেন স্বজনরা।

এর আগে সকালে গোপীবাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। চাঁদপুরে চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে।

উল্লেখ্য, শনিবার রাতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বিএফইউজের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়