News Bangladesh

জাফর আলম,কক্সবাজার : || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১, ১৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ১১:৪১, ১৭ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু

ছবি: নিউজবাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ মৌচনী ২৬নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে এক শিশু নিহত হওয়ার খবর ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে দুইজন।

ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন, রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এসময় আগুনে পুড়ে মারা যায় ৬ বছর বয়সী এক শিশু।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

তিনি  বলেন, টেকনাফ মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘুমন্ত শিশু নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন দুইজন। আগুনে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়