টেকনাফে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গা উদ্ধার
ছবি: নিউজবাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ নাফনদ দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার পুলিশ জানায়, উদ্ধার রোহিঙ্গারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এর মধ্য আট জন নারী ও ৩০ জন শিশু। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার শাহা নিউজবাংলাদেশকে বলেন, টেকনাফ উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
এর আগে গত ৫ জানুয়ারি উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছিল বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, ওই ৩৬ রোহিঙ্গা নাগরিককে এখনও ফেরত পাঠানো যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এনডি