তাবলীগে বৈষম্য নিরাসনে ৩ প্রস্তাব, না মানলে অবস্থান কর্মসূচি
ছবি: নিউজবাংলাদেশ
তাবলীগ জামাতের বৈষম্য নিরাসনে তিন প্রস্তাব দিয়েছেন সচেতন ছাত্র সমাজের সদস্যরা। না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান কর্মসূচিরও হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) প্রেসক্লাব যশোরের আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ তথ্য ব্যক্ত করা হয়।
প্রস্তাবনা গুলো হলো- ১) তাবলীগ জামাতের উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরুব্বিদের নিয়ে যার যার কার্যক্রম (অর্থাৎ জোড়, ইজতেমা ও অন্যান্য আমল) পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা।
২) উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা ।
৩) দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোন ধরনের উস্কানীমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্খিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
এ সময়ে সচেতন ছাত্র সমাজের সদস্য জুয়েল তার বক্তব্যে বলেন, তাবলীগ জামাত, যা মুসলিম উম্মাহর এক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে, সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ ৷ এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের এক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলীগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সচেতন ছাত্র সমাজের সদস্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল্লাহ, সিটি কলেজের ছাত্র রমজান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবেল হোসেন, আলমগীর হোসেন, রেজওয়ান হোসেন, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সদস্য জুবায়ের হোসেন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের জহির উদ্দিন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এনডি