News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ১৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৪৬, ১৬ জানুয়ারি ২০২৫

জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক: সানাউল্লাহ 

জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক: সানাউল্লাহ 

খুলনায় মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ। ছবি: নিউজবাংলাদেশ

নির্বাচনে পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার
জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

বুধবার খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে জনগনের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। কোন প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক। সেই সাথে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহ দিতে হবে। 

নারীরা যেন তাদের বিভিন্ন নাগরিকসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ নজর দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেন নির্বাচন কমিশনার। 

তিনি বলেন, দেশের একজন নাগরিক হিসেবে ভোটার হওয়ার গুরুত্বের দিকটি সবাইকে জানাতে হবে। ভোটার তালিকা করা এবং এর সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। 

যে কোন ব্যক্তি যাতে নিয়ম অনুযায়ী ভোট প্রদান করতে পারে সেজন্য সঠিক ভোটার তালিকা করা আপনার আমার সকলের কর্তব্য বলে জানান তিনি। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে নির্বাচন কমিশনার
গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়