গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রযুক্তির ফাঁদ, ৪ জালিয়াত আটক
প্রতীকী ছবি
গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় লিপ্ত চারজনকে আটক করেছে প্রশাসন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি করার সময় তাদের হাতেনাতে ধরা হয়। পরে পরীক্ষা থেকে বহিষ্কার করে থানায় পাঠানো হয়।
তারা হলেন- আবু সায়েম মণ্ডল (২৩), রাশেদ আহমেদ রিদয় (২২), আসাদুজ্জামান (২১) এবং শাহ সুলতান (২৫)।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, 'পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা তৎপর ছিলাম। সন্দেহভাজন আচরণ দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।'
তিনি জানান, পরীক্ষার শুরু থেকেই প্রশাসনের নজরদারি ছিল তীক্ষ্ণ। কয়েকজন পরীক্ষার্থীর সন্দেহজনক কার্যকলাপ নজরে আসায় তাৎক্ষণিক তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে অত্যাধুনিক ডিভাইস উদ্ধার করা হয়। যা দিয়ে বাইরে থেকে উত্তর পেতে তারা চেষ্টা করছিল।
নিউজবাংলাদেশ.কম/এনডি