News Bangladesh

রাঙামাটি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ১১ জানুয়ারি ২০২৫

কাউখালীতে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, লাখ টাকা জরিমানা

কাউখালীতে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, লাখ টাকা জরিমানা

রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার (১০ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রট মোবাইল কোর্টের মাধ্যমে ইটভাটার মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করেছে।

এর আগে  উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। এলজিইডির সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়। 

বন্ধ করা ইটভাটাগুলো হলো- কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস৷ আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস।

উল্লেখ্য, হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়