পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি
ছবি: সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, আজ (শনিবার) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১০ জানুয়ারি ৯টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ভোর ৬টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ।
এদিকে, তীব্র শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি