তীব্র শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি
ছবি: সংগৃহীত
পৌষের শেষে এসে নওগাঁয় শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়। যা গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।
এদিকে, গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের দেখা মিললেও স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি