একদিনে সাড়ে ৪ ডিগ্রি নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা
ছবি: সংগৃহীত
ডিসেম্বরের শেষে শীতের অনুভূতি অনেকটা কম থাকলেও জানুয়ারির শুরুতে বেড়ে যায় শীতের তীব্রতা। গত সপ্তাহের শেষ দিকে রংপুর বিভাগের সব জেলাসহ দেশের ১৩টি জেলায় বয়ে যায় শৈত্যপ্রবাহ। মাঝে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও নতুন করে আবারও জেঁকে বসেছে শীত। পৌষের শেষভাগে এসে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা।
মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশার সঙ্গে সঙ্গে নেমে এসেছে কনকনে শীত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় এই জেলায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় যা ১৪ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এদিকে ঠান্ডা বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে কাজের প্রয়োজনে যারা বের হচ্ছেন, তারাও ভোগান্তিতে পড়ছেন। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের প্রকোপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
নিউজবাংলাদেশ.কম/পলি