সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
ছবি: সংগৃহীত
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের চারজন মারা যান।
বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্র।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন।
এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাস থেকে আরেকটি একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে করে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল ইসলাম বলেন, মহাসড়কে অ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ি দুটিতে আগুন লেগে যায়। পরে তা আরও একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি