কক্সবাজারে বাচ্চা প্রসবের সময় মা হাতির মৃত্যু
ছবি: নিউজবাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে বাচ্চা প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়েছে। পরে একটি হাতির শাবক উদ্ধার করেন বনবিভাগ।
রবিবার (৫ জানুয়ারি) বিকালে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতি শাবক উদ্ধার করা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মিনার চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে বাচ্চা প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে বিকালে হোয়াইক্যং বিটের স্টাফরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতি শাবকটি উদ্ধারের পর বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়।
মৃত হাতিটি মাটিচাপা দেওয়া হবে। উদ্ধার হওয়া হাতি শাবক ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে বলেওজানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি