News Bangladesh

জাফর আলম,কক্সবাজার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৬:৪৪, ৫ জানুয়ারি ২০২৫

টেকনাফে সাগরপথে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

টেকনাফে সাগরপথে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

ছবি: নিউজবাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে মাছ ধরা একটি নৌকায় সাগর পাড়ি দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকেন তারা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্য পাঁচজন নারী, ১০ জন শিশু ও ২১ জন পুরুষ রয়েছে।

এ বিষয়ে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও একটা রোহিঙ্গা বোঝাই বোট (নৌকা) সাগরে ভাসছে বলে জানা গেছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়