News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৫ জানুয়ারি ২০২৫

মেট্রোর দরজায় আটকা দুই নারী, ভোগান্তিতে যাত্রীরা

মেট্রোর দরজায় আটকা দুই নারী, ভোগান্তিতে যাত্রীরা

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালে ২৬ মিনিট বন্ধ ছিল দেশের দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্যান্য যাত্রীরা সময় স্বল্পতাজনিত ভোগান্তিতে পরেন।

রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়।

মেট্রোরেল সূত্র বলছে, ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। মোট ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়।

এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ। 

এদিকে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

মেট্রো ট্রেনে আটকে থাকা ভোক্তভোগীদের মধ্যে এনামুল হক মেহেদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ১০টা ৬ মিনিটে লিখেছেন, সামনের স্টেশনে কি কোনো সমস্যা হয়েছে? উত্তরা উত্তরে প্রায় ১৫ মিনিট যাবত দাঁড়িয়ে।

আদিব আহনাফ ১০টা ৫ মিনিটে লিখেছেন, কোনো সমস্যা হয়েছে কি? ১৫ মিনিটেরও বেশি সময় মিরপুর-১১ তে দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন আসছে না।

মিলন নামে একজন লিখেছেন, ১৫ মিনিট ধরে মেট্রোরেল চলছে না। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন হলে কীভাবে কী?

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়