ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বন্ধ ফেরি চলাচল
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর ফলে মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছে দুটি ফেরি। এতে শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন নদী পারাপারের যানবাহনগুলোর যাত্রীরা।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া অংশের সড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস সিরিয়ালে থাকতে দেখা গেছে।
রবিবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসির হোসেন জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তবে রাতে ঘাটে যেসব যানবাহন এসেছে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাটেই সেসব যানবাহন সিরিয়াল রয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে একই কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথ দুটিতে ফেরি চলাচল শুরু করা হবে।
এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই নৌপথের চার প্রান্তে আটকা পড়ে বহু গাড়ি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নদী পারের অপেক্ষায় থাকা এসব যানের যাত্রী ও চালকরা।
নিউজবাংলাদেশ.কম/পলি