News Bangladesh

সুদীপ্ত শামীম, গাইবান্ধা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ৪ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:৪৭, ৪ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেলে কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোটরসাইকেলে কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোটরসাইকেলের ওপর কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি:নিউজবাংলাদেশ

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মোটরসাইকেলের ওপর কেক কেটেছে নেতাকর্মীরা। যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে এই কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০২২ সালের ৪ এপ্রিল গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে নতুন কোনো কমিটি দেওয়া হয়নি।

২০২৪ সালের ২৩ অক্টোবর সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সংগঠনটির বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ছাত্র হত্যাকাণ্ড, ধর্ষণ, সিট বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

তবে নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগের নেতাকর্মীরা এভাবে অনুষ্ঠান আয়োজন করায় প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, 'নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে তারা কীভাবে প্রকাশ্যে এমন অনুষ্ঠান করতে পারে? প্রশাসন কি কিছু জানে না?'

অন্য একজন বলেন, 'প্রশাসন যদি সঠিকভাবে কাজ করতো, এমন ঘটনা ঘটতো না। এটা শুধু ছাত্রলীগ নয়, প্রশাসনের ব্যর্থতারও প্রমাণ।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগের নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, যা পুরো রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ। প্রশাসন যদি এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত তবে এ পরিস্থিতি হত না।'

ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতির বক্তব্য
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মো. ওমর সানী আকন্দ বলেন, 'এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ছাত্রলীগের এ ধরনের কার্যক্রম চালানো আমাদের সমাজের জন্য বিপজ্জনক। প্রশাসন যদি তৎপর থাকতো, তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব ছিল।'

পুলিশ কর্মকর্তার বক্তব্য
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, 'এ ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমরা সব দিকে নজর রাখছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে কাজ করছি।'

জেলা ছাত্রলীগের মন্তব্য পাওয়া যায়নি
গাইবান্ধা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা মনে করছেন, ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।

উল্যেখ্য, হত্যাকাণ্ড, ধর্ষণ, সিট বাণিজ্য, টেন্ডারবাজি, যৌন নিপীড়নসহ নানা অপরাধকে কারণ হিসেবে উল্যেখ করে ২০২৪ সালের ২৩ অক্টোবর সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়