News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ৪ জানুয়ারি ২০২৫

নাফনদীতে কোস্টগার্ডের সাথে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

নাফনদীতে কোস্টগার্ডের সাথে গোলাগুলিতে মাদক কারবারি নিহত

ছবি: নিউজবাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় আটক করা হয়েছে ১৬ জনকে। 

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর গোলার চরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, একটি ইঞ্জিল চালিত নৌকা যোগে মিয়ানমার থেকে নাফনদীর গোলারচরে প্রবেশকালে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু নৌকাটি ইঞ্জিনের গতি বৃদ্ধি করে দ্রুত বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নৌকাকে তাড়া করে। এ সময় নৌকা থেকে কোস্টগার্ডের সদস্যকে লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ডও গুলি করে। পরে নৌকাটিকে আটক করা সম্ভব হয়। যেখানে ১৬ জনকে আটক করে তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়