রূপপুর আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত বিদেশীদের আবাসিক গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে পড়ে মিসেস কেসেনিইয়া পোসতারুক (৩৯) নামে এক রূশ নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। রুপপুর প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন নিহত পোসতারুক।
এদিকে, ঘটনার কিছু সময় পর গ্রীনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এদিন সকালে গ্রীনসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদসহ রূপপুর ফাঁড়ির সদস্যরা।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানিয়েছেন, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি