News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৯, ২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে অটোরিকশা-মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারে অটোরিকশা-মোটরসাইকেল-বাস সংঘর্ষ, নিহত ২

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল-বাসের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৌঁনে ১টার দিকে উখিয়া থাইংখালী স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

নিহত দুই জনের মধ্যে সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। অপরজনের পরিচয় মেলেনি। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে মোটরসাইকেলকে একটি অটোরিকশা চাপা দেয়। এ সময় আরেকটি বাস এসে মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন। 

উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহত দুইজন মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়