News Bangladesh

রাঙামাটি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ২ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত

ফাইল ফটো

রাঙামাটির লংগদু উপজেলায় নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক স্বশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কাট্টলী বিলের বন্ধুকভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় এম আর রাইফেল একটি, ৩০ রাউন্ড গুলি, সেনাবাহিনীর নকল পোশাক, মুঠোফোন ১২টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ২টি, ব্যাগ ৫টি, কম্বল ১০টি, নগদ টাকা এবং বিভিন্ন প্রকারের সামগ্রী উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়