বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার যুবদল নেতা
আক্তারুজ্জামান ওরফে আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আক্তারুজ্জামান ওরফে আক্তার হোসেন (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাতে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্তারুজ্জামান আক্তার উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগবর আলীর ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার বিকেলের দিকে তার বাসভবনের সামনে একাকি হাঁটছিলেন। এ সময় যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিচারপতি নিজেই আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এর আগে, গত গেল বছরের ৬ আগস্ট যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের একই পরিমাণ চাঁদা দাবি করেছিলেন।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষ বিচারপতির নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম নান্টু বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পর আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে চাঁদা দাবির ঘটনা অত্যন্ত গুরুতর। আমরা এর তদন্ত শুরু করেছি এবং চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।
নিউজবাংলাদেশ.কম/পলি