News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৯, ১ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৬ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৬ ডিগ্রির ঘরে

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। এ জেলায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র। গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চতি করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

তিনি বলেন, মূলত ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণেই তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবারও তীব্র ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বৃদ্দি পাচ্ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ বেশি। তারা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। কেউ চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। আবার যাদের অবস্থা বেশি খারাপ তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়