টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার
ছবি: নিউজবাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত সিনিয়র সহকারী পরিচালক ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এর আগে সকাল থেকে কক্সবাজারের টেকনাফে ১৯ বনকর্মীকে উদ্ধারে গহীন পাহাড়ি এলাকায় ড্রোন দিয়ে অভিযান চালায় র্যাব।
অভিযানে বন পাহারা দলের সদস্য (সিপিজি), স্থানীয় জনতা ও পুলিশ অংশ নেন। অভিযানের এক পর্যায়ে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা যায়।
উল্লেখ্য, গতকাল (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাদের অপহরণ করে দুষ্কৃতকারী দল।
নিউজবাংলাদেশ.কম/এনডি