ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারাই সচিবালয়ে আগুন দিয়েছে: গোলাম রব্বানী
ছবি: নিউজবাংলাদেশ
ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারাই সচিবালয়ে আগুন দিয়ে বর্তমান সরকারকে বিভিন্নভাবে ব্যর্থ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মো. গোলাম রব্বানী।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন।
শ্রমিক নেতা গোলাম রব্বানী বলেন, দুদক যখন ফ্যাসিস্ট হাসিনাসহ দুর্নীতিপরায়ণ এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে, ঠিক তখনেই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যারা সচিবালয়ে আগুন দিয়েছেন তারা প্রকৃতপক্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাঁচানো এবং দুর্নীতিপরায়ণ সাবেক এমপি-মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের নেতা থেকে শুরু করে ওয়ার্ড নেতা পর্যন্ত যে যা দুর্নীতি করেছেন তার তথ্য সচিবালয়ে সংরক্ষিত ছিল। এগুলো পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনাসহ তার দোসরদের রক্ষা করতে চেয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। দিল্লি থেকে শেখ হাসিনা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ফ্যাসিস্ট সরকারের বণ্টন করা খুনিরা এখনো মসনদে বসে আছে। তারা ধৃষ্টতা দেখিয়ে সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়ে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা জনগণের ভাষা বোঝেননি।
গোলাম রব্বানী হুঁশিয়ারি দিয়ে বলেন, যেই দোসররা এ কাজে সম্পৃক্ত হয়েছেন তারা সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও ১৮ কোটি মানুষের চোখ অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে। ফাঁসির কাষ্ঠে তাদের ঝোলাতে বাধ্য করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও শ্রমিক বার্তার নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট আলমগীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেম বাদল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, সাধারণ সম্পাদক আবুল হাসান মো. নয়া মিয়া, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার, বগুড়া শহর আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাংবাদিক খিজির উদ্দিন, মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বানন্দ ইউনিয়ন সভাপতি এসএম শাহজাহান কবির প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বদরুল আমিন সভাপতি, হারুন মিয়া সাধারণ সম্পাদক ও আব্দুল ওহাবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ঘোষিত ৩৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নুরন্নবী প্রধান।
নিউজবাংলাদেশ.কম/পলি