News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৩, ২৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৬:২৯, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থীর মৃত্যু 

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থীর মৃত্যু 

ছবি: নিউজবাংলাদেশ

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পড়ে সাজিদ কবির নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে সাজিদের মোটর সাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এসময় সাথে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হন বলে জানা গেছে।

সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পাস করে। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার পর সাজিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়