এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৫
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সকালে ধলেশ্বরী টোল প্লাজাএলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি