পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
ছবি: সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের ৩ যাত্রীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া- মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যস্তিরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ।
নিউজবাংলাদেশ.কম/এসবি