News Bangladesh

পাবনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৪

রাতে ফোন পেয়ে বাড়ির বাইরে, সকালে ফিরলেন লাশ হয়ে

রাতে ফোন পেয়ে বাড়ির বাইরে, সকালে ফিরলেন লাশ হয়ে

ছবি: নিউজবাংলাদেশ

রাতে কারো ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান  বাবু হোসেন। সে রাতে আর বাড়ি না ফিরলেও সকালে একটি পেঁয়াজের জমি থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ।

পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে একটি পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বাবুর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামে।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে তার মোবাইল ফোনে কল করে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, রাতে বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়