News Bangladesh

রাঙামাটি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ২৬ ডিসেম্বর ২০২৪

কর্ণফুলী নদী থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার

ছবি: নিউজবাংলাদেশ

রাঙামাটি কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকার নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার সকালে উপজেলার চিৎমরম ইউনিয়ন এর কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ দুই ভাই প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্তের (১৮) মরদেহ ভেসে উঠে। 

এর আগে তারা একই স্থানেই গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নদীতে ডুবে যায়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মুহাম্মদ শাহজাহান কামাল গোসল করতে নেমেবলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে।

কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়