News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ২৬ ডিসেম্বর ২০২৪

টেকনাফে জব্দ করা বালু লুট

টেকনাফে জব্দ করা বালু লুট

ছবি: নিউজবাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ৬০ হাজার ফুট বালু লুটে নেওয়ার অভিযোগ উঠেছে রায়হান সিন্ডিকেটের বিরুদ্ধে। 

অভিযুক্ত রায়হান উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পরিবর্তনের সুযোগে লুটে নিয়েছে এ বালু। 

জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খাটাখালী এলাকায় খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী সরেজমিন পরিদর্শন করে রায়হান সিন্ডিকেটের উত্তোলিত প্রায় ৬০ হাজার ফুট বালু জব্দ করে। কিন্তু জব্দের কয়েকমাস পরে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের বদলি হয়। এ সুযোগে রায়হান সিন্ডিকেটের লোকজন পুনরায় সব বালু লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে ডাম্পার ও ট্রাক দিয়ে জব্দকৃত বালুগুলো লুট করে নিয়ে গেছে রায়হান সিন্ডিকেটের লোকজন। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে হুমকি-দমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। তাই ভয়ে তাদের বিরুদ্ধে কেউ সহজে কথা বলেনা। দিনরাত কয়েকটি ডাম্পার-ট্রাক দিয়ে বিরতিহীন বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করলেও দেখার কেউ নেই। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ওই বালুখেকো সিন্ডিকেট।

এ বিষয়ে রায়হান বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রশাসন জরিমানা করেছিল। জায়গার মালিকের পীড়াপীড়িতে বালুগুলো সরিয়ে নেওয়া হয়েছে। 

কিন্তু প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রশাসনকে অবগত না করে সরানোর নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি তার অজানা। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে  জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়