News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৪

মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা

নিহত মো. স্বপন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে না জানিয়ে চাকা বিক্রি করায় কথা কাটাকাটির একপর্যায়ে মো. স্বপন নামে এক বাস মালিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদাবর থানার অন্তর্গত শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. স্বপন মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানায়, নিহত স্বপনের বাসটির চালক সোহেল একটি চাকা বিক্রি করে দেন। এ নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করেন সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়