চট্টগ্রামে পুলিশি অভিযানে মিললো থানা থেকে লুট হওয়া অস্ত্র
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। পাশাপাশি নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানও পরিচালনা করা হয়।
এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে জানা যায়- এসব অস্ত্র ও গুলি থানা থেকে লুট হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত নগরীর পাহাড়তলী থানার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর চট্টগ্রাম নগরে উল্লাস করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এছাড়াও দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের মধ্যে নগরের কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও ব্যাপক অস্ত্র-গোলাবারুদ লুটপাট হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, কাস্টমস একাডেমির পাশে ঝোপঝাড় এলাকায় অপরাধীদের নিয়মিত যাতায়াত। স্থানীয় লোকজন ওই এলাকায় অভিযান চালানোর অনুরোধ জানান। বিকেলে সেখানে অভিযান চালাতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কিন্তু পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর গায়ে ‘মেইড ইন জার্মানি’ লেখা। অস্ত্রগুলো থানা থেকে খোয়া যাওয়া নাকি সন্ত্রাসীদের তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি