পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
ছবি: সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। হিমশীতল ঠান্ডা বাতাস ও কনকনে শীতে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। এ জেলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যায়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ বুধবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবার ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।
এদিকে, শীতের কারণে আবহাওয়ার কারণে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি