News Bangladesh

রাঙামাটি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ২৪ ডিসেম্বর ২০২৪

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

জানা গেছে, সোমবার দিনগত রাতে উপজেলার  রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

যুবলীগ নেতা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন,  রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা।

দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত ও পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

ওসি বলেন,  সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়