চাঁদপুরে মালবাহী জাহাজে মিলল ৭ মরদেহ, উদ্ধার ১
ফাইল ফটো
চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে।
এছাড়া গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নৌপুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা ছিল বলে জানা গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে।’
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি