News Bangladesh

কুমিল্লা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় মোটরসাইকেল কেড়ে নিল তিন কিশোরের প্রাণ

কুমিল্লায় মোটরসাইকেল কেড়ে নিল তিন কিশোরের প্রাণ

ফাইল ফটো

কুমিল্লা সদর উপজেলায় রাস্তার ওপর বৈদ্যুতিক পিলারের সাথে দ্রুতগ্রামী মোটরসাইকেলের ধাক্কায় তিন তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে কুমিল্লা সদর থানাধীন পালপাড়া বুড়িচং রোডে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন কিশোর হলেন- সদর উপজেলার আড়াইওরা এলাকার খলিলের ছেলে আহাদ হোসেন(১৬), ভূবনগর এলাকার মৃত.মনির হোসেনের ছেলে মিনহাজুল(১৫) এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৪)।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান,  সোমবার মধ্যরাতে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনা ঘটে। 

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াওরা গ্রামে মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন।  পথিমধ্যে সড়কে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পারায় তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়