News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:০৯, ২৩ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ের তাপমাত্রা ১১ ডিগ্রি, কমেছে শীতের তীব্রতা

পঞ্চগড়ের তাপমাত্রা ১১ ডিগ্রি, কমেছে শীতের তীব্রতা

ছবি: সংগৃহীত

শীতের রাজধানী খ্যাত পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা কমেছে। এ জেলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।  এর গতকাল রবিবার দিন সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অধিদফতরের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। 

তিনি বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বর্তমানে ১১ ঘরে অবস্থান করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিমালয়ের কাছাকাছি এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এদিকে, শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে  বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা। এছাড়াও গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা ও জেলা প্রশাসন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়