News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫১, ২২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:৫২, ২২ ডিসেম্বর ২০২৪

আড়াই ঘণ্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

আড়াই ঘণ্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ লিমিটেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এসব তথ্য জানান।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যিনি নিহত হয়েছেন, তিনি পুরুষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। ওইসময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে থাকা বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “বেলা ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়।

তিনি জানান, “সব মিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রমগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণও হচ্ছিল।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “আমরা আসার আগে ২/৩ জন আহত হওয়ার খবর পাই। একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে নিহতের মরদেহে বিস্তারিত পরিচয় জানা যায়নি।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়