News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩১, ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে সিংপাড়া আন্ডারপাসে ঘন কুয়াশায় ৭টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় বাসচালক ফরহাদ হোসেনকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

নিহত বাসচালকের বাড়ি ফরিদপুরের ভাঙায়।

হাসাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রবিবার সকাল ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনাবকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান ওসি। 

তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে হাসাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে৷ তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়