ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের স্থানীর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার এএসআই সগির মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
সগির মিয়া বলেন, আজ (রবিবার) ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।
সগির মিয়া জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে সাকুরা পরিবহনের চালকের পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি সগির মিয়া।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক ঘন কুয়াশায় ঢাকা ছিল। এতে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায়।
হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি