News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ২০ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিনে ভেসে এল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

সেন্টমার্টিনে ভেসে এল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সেন্টমার্টিনের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৩৫ বছর বলে জানান তিনি। 

ওসি বলেন, সকালে জোয়ারের সময় সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিছন দিকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুলহাতা সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে। 

কারা, কি কারণে খুনের ঘটনা ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত নয় জানিয়ে ওসি বলেন, পুলিশের ধারণা অন্তত ৪/৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়। 

হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়