‘অস্ত্র হাতে আইএস’ ভাইরাল ভিডিওটি নাটকের দৃশ্য
ছবি: নিউজবাংলাদেশ
সুসজ্জিত মঞ্চে হাটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পড়নে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়েসের দু’পাশে ইসলামিক স্টেট (আইএস) নামে একটি জঙ্গি সংগঠনের পোশাকের মতো কিছু পরিধান করে দুই ব্যক্তি অস্ত্রসাদৃশ্য বস্তু হাতে দাঁড়ানো। প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন ডায়েসে আরবিতে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে মাঝে ‘আল্লাহ আকবর’ উচ্ছ্বারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরা। যশোরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।
আরবিতে বক্তব্য দেওয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের এমন একটি ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা রাতে রীতিমতো ভাইরাল হয়েছে।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়াকর্মীরা প্রকৃত তথ্য সংগ্রহে মাঠে নামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট রামনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাটির বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজোর মঞ্চায়িত একটি নাটকের দৃশ্য ছিল ভিডিওটি। কিন্তু ভিডিও এর ক্যাপশনে ভিডিওর প্রকৃত তথ্য না থাকায় কিছু অতি উৎসাহিত মানুষ এটাকে বহুলভাবে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
এরপর পরপর সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এমনটি জানিয়েছেন যশোরের পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) নূর ই আলম সিদ্দিকী।
তিনি বলেন, তারা অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছে চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ফিলিস্তিনের মুসলমানের ওপর নির্যাতনের দৃশ্য উপস্থাপন করেন মাদ্রাসার কিতাব বিভাগের তিন শিক্ষার্থী। তাদের একজন ফিলিস্তিনি নেতা সেজে আরবিতে ভাষণও দেন। পাশে ককশিট ও কালো টেপ দিয়ে তৈরি ডামি অস্ত্র হাতে মুখবাঁধা দু’জন প্রহরায় দাঁড়িয়ে ছিলেন। এটা শুধুমাত্র অভিনয়। ইতিমধ্যে অভিনয় সরঞ্জাম ও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী জানান, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীরা ওই নাটকের দৃশ্যটি মঞ্চায়িত করেন। এছাড়া অন্য কোন উদ্দেশ্য ছিল না।
তিনি বলেন, ‘বিষয়টি আমরাও তেমনভাবে অনুধাবন করিনি যে ভিডিও চিত্রটি সমস্যা তৈরি করবে। যে কারণে এই সমস্যাটা হয়েছে। তাছাড়া কিছু কুচক্রী মহল এটাকে অন্যভাবে প্রবাহিত করে মানুষের মাঝে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করেছিল।’
নিউজবাংলাদেশ.কম/এনডি