চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে যুক্তরাজ্যে থেকে রোববার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
বিমানবন্দরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এছাড়া কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
চিকিৎসার জন্য গত ৬ মার্চ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আটদিনের সফরে লন্ডন যান আবদুল হামিদ। দীর্ঘদিন ধরে ৭২ বছর বয়সী আবদুল হামিদ চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম