মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৯.১ ডিগ্রি
ছবি: সংগৃহীত
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৬ ডিসেম্বর) একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বর থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় উত্তরের এ জেলায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভাবপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।
তিনি বলেন,গত ৫ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারিতে তাপমাত্রা আরও কমে যাবে এবং একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।
এদিকে, শীতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি