News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার আহ্বান

মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার আহ্বান

জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন।

মুক্তিযুদ্ধের মুল্যবোধকে ধারণ করে অসাম্প্রদায়িক দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে তাজমহল রোডস্হ মিনার মসজিদ সংলগ্ন মাঠে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন। 

সংগঠনটির মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ড. তারিকুজ্জামান সুদানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক শিক্ষাবিদ অধ্যাপক জোবাইদা নাসরিন কণা,বিশিষ্ট  চিকিৎসক ডা. মিলন কিবরিয়া, জাতীয় কমিটির সদস্য সচিব রুস্তম আলী খোকন, নাজমুল হাসান খান, সাজ্জাদ হোসেন রতন, ইন্জিনিয়ার সারোয়ার আলম, রাকিব আহমেদ সুমন,সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু প্রমুখ।

বক্তাগণ বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সারা দুনিয়ার শিক্ষাব্যবস্হায় পরিবর্তন আসছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্হায়  অরাজকতা ও নৈরাজ্যে, অস্থিরতা বিরাজমান। শিক্ষাকে স্ব স্ব দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখার কারণে বাংলাদেশে দক্ষ ও অসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী গড়ে ওঠেনি। এরই ভেতর চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তন শিক্ষা ক্ষেত্রকে আরও জটিল করে তুলেছে। 

সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর ঊর্ধ্বে উঠে শিক্ষানীতি পরিবর্তন পরিমার্জন শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন না করলে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হবে বলেও জানান বক্তারা।

আলোচকগণ বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বাঙালী জাতির সর্বোচ্চ অর্জন। দুঃখজনক হলেও সত্যি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। বাংলাদেশের নৈরাজ্যকর শিক্ষাব্যবস্থা একটি নৈরাজ্যকর, বৈষম্যমূলক, দুর্নীতিপরায়ন, মানবিক মূল্যবোধহীন সমাজের দিকে দেশকে ধাবিত করছে। 

সাম্প্রতিক গণআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচকগণ বলেন, গণআন্দোলন পরবর্তী সময়ে শিক্ষাঙ্গনের সহিংস ঘটনাবলী প্রমাণ করে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রের মৌলিক স্থান হতে কতটা দূরে সরে গেছে।

আলোচনা সভাশেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও লাইট ক্যামেরা অবজেকশন নামক চলচ্চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়