News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩২, ১৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:৩৩, ১৩ ডিসেম্বর ২০২৪

৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া, বইছে শৈত্যপ্রবাহ

৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া, বইছে শৈত্যপ্রবাহ

ছবি: সংগৃহীত

হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠাণ্ডায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ।

তিনি বলেন, 'হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। শুক্রবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সামনে তাপমাত্রা আরো কমতে পারে।'

এদিকে, তীব্র শীত ও আবারও মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়